আমাদের এই সফটওয়্যারটি বাজারে প্রচলিত আর ১০টি সফটওয়্যারের মতো নয়। এটি একটি অত্যাধুনিক সফটওয়্যার। যার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কাজ করা যায়। এতে থাকছে শিক্ষা প্রতিষ্ঠানের ডাইনামিক ওয়েব পোর্টাল, একাডেমিক ম্যানেজমেন্ট, অনলাইন ফিস ম্যানেজমেন্ট এবং লার্নিং ম্যানেজমেন্ট এবং আর্কাইভস সহ আরো অনেক কিছু।
Dynamic Web Portal: এই পোর্টাল এর মাধ্যমে খুব সহজেই প্রতিষ্ঠানের শিক্ষক, স্টাফ, ছাত্র-ছাত্রী ও অভিভাকগণ তথ্য আদান প্রদান করতে পারবেন। প্রতিষ্ঠানের সিলেবাস, ক্লাস রুটিন, পরীক্ষার রুটিন যে কোন প্রকার নোটিশ ও রেজাল্ট এখানে দেওয়া যায়। এছাড়াও থাকছে ফটো ও ভিডিও গ্যালারি, একাডেমিক ক্যালেন্ডার ইত্যাদিসহ আরো অনেক কিছু।
Academic Management: এই সফটওয়্যারের সাহায্যে একটি প্রতিষ্ঠানের যাবতীয় একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম যেমন: শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য শ্রেণি ও সেশন ভিত্তিক উপস্থিতি, ছুটি, ভর্তি, বেতন, ক্লাস রুটিন, বিভিন্ন পরীক্ষার রুটিন, এডমিট কার্ড এবং ডিজিটাল প্রশংসাপত্র, পরীক্ষার নম্বর প্রদান, সৃজনশীল পদ্ধতিতে নম্বরপত্র ও রেজাল্ট তৈরী, ক্লাস প্রমশন ইত্যাদি কাজগুলি করতে পারবেন। এছাড়াও ক্লাস টেস্ট ও হোম ওয়ার্ক কন্ট্রোলসহ, এখান থেকে জাতীয় দিবসসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক নোটিশ তৈরী এবং তা ঝগঝ এর মাধ্যমে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকের নিকট প্রেরণ করতে পারবেন।
Online Admission Management: এই এ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইনে এডমিশনের ফরম পূরণ, এডমিশনের রেজাল্ট তৈরী, মেরিট লিস্ট, ওয়েটিং লিস্ট তৈররি ব্যবস্থা আছে।
Biometrics Attendance with SMS Notification: অত্যাধুনিক Time Attendance এর মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট অথবা RFID Smart Card এর সাহায্যে ছাত্র-ছাত্রীদের হাজিরা নেওয়ার ব্যবস্থা আছে। অভিভাবকদের কাছে SMS এর মাধ্যমে উপস্থিতি ও অনুপস্থিতির নোটিফিকেশন পাঠানো যায়। সকল শিক্ষক, স্টাফ ও ছাত্র-ছাত্রীদের জন্য স্মার্ট আইডি কার্ড দেওয়া হবে যা একদিকে পরিচয় বহন করবে এবং অপরদিকে এর মাধ্যমে হাজিরাও নেওয়া যাবে।
Online Student Fees Payment: এই সফটওয়্যারের সাহায্যে সকল ছাত্র-ছাত্রীরা স্কুলের বেতন সহ সকল ফিস অনলাইনে প্রদান করতে পারবে। বাংলাদেশের সকল অনলাইন পেমেইন্ট গেটওয়ে অন্তর্ভুক্ত করা আছে। যাতে করে ছাত্র-ছাত্রীরা তাদের ফিস সমূহ এই সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে যে কোন স্থান হতে প্রদান করতে পারবে, যা সরাসরি প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
Accounts, HR Admin: এই সফটওয়্যার এর সাথে এ্যাকাউন্টস এবং এইচআরএম যুক্ত করা হয়েছে। যাতে শিক্ষক-স্টাফের বেতন ও ছুটিসহ অন্যান্য হিউম্যান রিসোর্স কার্যক্রম পরিচালনা করা যায়।
Library Management: লাইব্রেরির সমস্ত বই এর হিসাব এই সফটওয়্যারে রাখা যাবে এবং শিক্ষক ও ছাত্র-ছাত্রীদেরকে বই ইস্যু করা যাবে।
Hostel/Dormitory Management: প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক ব্যবস্থা থাকলে তাতে কামরা অথবা সিট বন্টন এবং ফুডিং/মিল ম্যানেজমেন্ট করার সুবিধা রয়েছে।